রাজধানীতে নারী পাচার চক্রের অভিযুক্ত ৮ সদস্য আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক নারী পাচার চক্রের অভিযুক্ত আট সদস্যকে আটক করেছে র্যাব।
রবিবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীচরসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত এসপি আলেব উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্যমতে, রাজধানীর কামরাঙ্গীচরসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে চালিয়ে আন্তর্জাতিক নারী পাচার চক্রের আট সদস্যকে আটক করা হয়। অভিযানে ঘটনার শিকার দুইজনকেও উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত এসপি বলেন, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ নারীদের পাসপোর্ট ও বিমান টিকিট জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক