পঞ্চগড় প্রেসকাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড়ে দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড় প্রেসকাব। আজ সোমবার দুপুরে প্রেসকাব চত্বরে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে খুঁজে খুঁজে দরিদ্র ও অসহায় প্রায় তিন’শ শীতার্তদের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়। অতিথি হিসেবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে মুখে হাসি ফুটে দরিদ্র এই মানুষগুলোর।

পঞ্চগড় প্রতিনিধি