বগুড়া দেড় কেজি গাঁজাসহ জোড়া দম্পতি গ্রেফতার
বগুড়ায় দেড় কেজি গাঁজাসহ দুই জোড়া দম্পতিকে গ্রেফতার করেছে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি। রোববার দিবাগত রাত দেড়টার দিকে শহরের কাটনারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- শহরের সুলতানগঞ্জপাড়ার মৃত: লোকমান হাকীমের ছেলে আলী আকবর বাদল(৫৫) ও তার স্ত্রী মোছা: রাবেয়া(৪০) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের মৃত: শামসুল হকের ছেলে আশরাফুল আলম ওরফে লালমিয়া ও তার স্ত্রী শিমু বেগম (২২)।
অভিযানের নেতৃত্বে থাকা ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসা চালানোর জন্য বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় নিজস্ব স্থায়ী বসতবাড়ি ছেড়ে বগুড়া শহরের কাট্নার পাড়া ঠিকাদার লেনে বাসা ভাড়া নেয় বাদল ও রাবেয়া দম্পতি। সেখানে তাদের সাথে যোগ দেয় কুড়িগ্রাম এর লালমিয়া ও শিমু দম্পতি। লালমিয়া ও শিমু দম্পতি কুড়িগ্রাম থেকে গাঁজা নিয়ে এসে বগুড়ায় বাদল ও রাবেয়া দম্পতির কাছে দিলে তারা এই গাঁজা বগুড়া শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। সোমবার এসআই শহিদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সের নিয়মিত মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করার সময় হাতনাতে উক্ত ২ দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ঋজু করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে বগুড়া থেকে মাদকের শিকড় নির্মূল না করা পর্যন্ত মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

ষ্টাফ রিপোর্টার