জননেত্রীর কাছে গোপালগঞ্জ আর বগুড়া বলে কোন ভেদাভেদ নেই: শফিক
ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, ঢাকা সহ সারাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপালগঞ্জ বগুড়া বলে কোন বিশেষায়িত স্থান নেই । তিনি সারা বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন যার ধারাবাহিকতায় বগুড়া ও লক্ষীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
সোমবার রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে উপোরোক্ত কথাগুলি বলেন।
গণসংযোগকালে এসময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক মাহমুদুল আসাদ রাসেল, তাজ মহল হিরক, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মোহন, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ নেতা আল রাজী জুয়েল, এ্যাডভোকেট রাজিব চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রকি তালুকদার, ঢাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, বগুড়া জেলা ছাত্রলীগ নেতা সজীব সাহা প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার