শিবগঞ্জে চিলইল প্রা. বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চিলইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নাইট গার্ড হিমেল মিয়ার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের চিলইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নাইট গার্ড চিলইল গ্রামের আজম মিয়ার ছেলে অসহায় দরিদ্র হিমেল মিয়া সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসাকালীণ সময়ে একটি কু-চক্রি মহল তাকে চাকুরিচ্যুত করতে উঠে পড়ে লেগেছে। গত ২৩ জানুয়ারি পিয়ান কাম নাইট গার্ড হিমেল মিয়ার বিরুদ্ধে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মিথ্যা গুজব ছড়ায় মহলটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, স্কুল চলাকালীণ সময় এরকম ঘটনা সম্পর্কে আমি অবগত নই। কারণ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার হাফ স্কুল হওয়ায় বেলা ২টায় স্কুল ছুটি হয়। স্কুল ছুটির পর বিদ্যালয়ের শ্রেণি কক্ষে কোন শিক্ষার্থীই থাকার কথা নয়। তাই এরকম ঘটনা ঘটনার প্রশ্নই আসে না।
এব্যাপারে হিমেল মিয়ার পিতা আজম মিয়া বলেন, আমার ছেলের চাকুরি করা দেখে একটি মহল হিংসা করে তাকে চাকুরী থেকে সরানোর চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যাভাবে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কোন একটি মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে একটি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। আমরা এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফারুক হোসেন জানান, ঘটনার দিনে আমি ব্যবসায়ীক কারণে বাহিরে ছিলাম। এরকম ঘটনা সম্পর্কে আমার কোন কিছু জানা নাই।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি