বগুড়ায় ব্র্যাকের স্মরন সভায় স্যার ফজলে হাসান আবেদের উত্তরাধিকারের যোগ্য হয়ে ওঠার অঙ্গীকার
বগুড়ায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর স্মরন সভায় বক্তারা বলেছেন, কর্মের মাধ্যমে ফজলে হাসান আবেদ আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবেন। তার উত্তরাধিকারের যোগ্য হয়ে ওঠার অঙ্গীকার করেছেন বক্তারা।
এসময় অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে আবেদ এর কর্মময় জীবনী নিয়ে আলোচনা ও স্মুতি চারন করা হয়। সোমবার বিকেলে ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) বেতগাড়ী বগুড়ায় আয়োজিত স্মরন সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মাদ।
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক বিরাজ চন্দ্র সরকার ও সিনিয়র এএসপি আহম্মেদ রাজিউর রহমান। বগুড়া বিএলসি ম্যানেজার এ আর হাদিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএস উপনির্বাহী পরিচালক ডাক্তার মতিউর রহমান, লাইট হাউস এর নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়কারী বাবলী সুরাইয়া, বিএলসির ডেপুটি ম্যানেজার (অপারেশন) জাহাঙ্গীর আলম, আন্চলিক ম্যানেজার সত্যেন কুমার শর্মা , আলিমুজ্জামান, আব্দুল করিম, টেকনিক্যাল ম্যানেজার আহসান হাবিব, সহকর্মী আখতার হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি