বগুড়ায় আদিবাসী ও রবিদাস সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলুর উদ্যোগে সোমবার দুপুরে জেলা পরিষদের অফিস কক্ষে শহরের প্রায় শতাধিক আদিবাসী ও রবিদাস সম্প্রদায়ের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের অর্থায়নে শীতবস্ত্র হিসেবে দুস্থ শীতার্তদের হাতে ভালমানের কম্বল তুলে দিয়ে অনুষ্ঠানের ্আয়োজক আসাদুর রহমান দুলু সকলের উদ্দেশ্যে বলেন, দেশরত্ন শেখ হাসিনা মমতার চাদরে সারাদেশে অসহায়দের কাছে বিভিন্ন মাধ্যমে এই শীতে সহযোগিতা পৌঁছে দিয়েছেন।
বঙ্গবন্ধু কণ্যার বর্তমান সরকারের সময়ে বৈষম্যহীনভাবে সকলে যেন ভাল থাকতে পারে সেই লক্ষ্যে তৃণমূল পর্যায়ে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রমজান আলী, যুব মহিলা লীগ বগুড়ার সিনিয়ার সহ-সভাপতি বিলাসী রানী সরকার, আসাফুদৌল্লা শামীম, শফিকুল ইসলাম বাদশা, সেচ্ছাসেবকলীগ নেতা মোতাহার হোসেন, আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি সুমন রবিদাস, সম্পাদক সুজন রাজভর প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার