মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
মন্ত্রীসভায় নীতিগতভাবে বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় বগুড়াবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বগুড়াতেও বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
যার ফলে জ্ঞানপিপাসু মানুষের হৃদয়ের খোরাক জোগাবে। তাছাড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বগুড়াতে বিশ্ববিদ্যালয় স্থাপনের কারণে পুরো উত্তরবঙ্গ এর সুবিধা পাবে। ফলে দীর্ঘদিন যাবৎ এই জনপদের মানুষের প্রাণের দাবী পূরণ হবে।
আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার এইসব জনবান্ধব সিদ্ধান্ত আওয়ামী লীগের পথচলাকে আরো মসৃণ করবে। নেতৃবৃন্দ বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি