প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছেন জয়পুরহাটের অর্পা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী মজিদা খাতুন অর্পা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ স্কাউটস শাপলা কাব অ্যাওয়ার্ড ও রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এতে খুশি ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অর্পার অভিভাবক। অর্পা ক্ষেতলাল পৌর শহরের আজিজুল হকের মেয়ে।
জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল পৌর শহরের আজিজুল হকের মেয়ে মেধাবী ছাত্রী মজিদা খাতুন অর্পা পড়াখেলার পাশাপাশি সাহিত্য, ক্রীড়া ইভেন্টে অনেকটা পারদর্শী। গত ২০ জানুয়ারী মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ও গত ২০১৫ সালের ৩০ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ স্কাউটস শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন।
মজিদা খাতুন অর্পা বলেন, আমি আমার স্কুলের হয়ে কাজ করতে চাই। আমার স্কুলকে জেলার একটি আদর্শ স্কুল হিসেবে পরিচয় দিতে চাই। আমার স্কুল শুধু পড়াশুনায় নয় সাহিত্য, ক্রীড়া সব দিক থেকে একটি আদর্শ স্কুল বলে মনে করি। আমি দেশের কল্যানে নিজেকে নিয়োজিত করতে চাই এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাকে বাস্তবে রুপ দিতে চাই।
স্কুলের প্রধান শিক্ষক সায়ফুল ইসলাম বলেন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান। এ স্কুলে শিক্ষক-কর্মচারী রয়েছে প্রায় ১০০ জন। শিক্ষার্থী রয়েছে ৯০০ জন। ৪টি শাখার সমন্বয়ে এ স্কুলটি পরিচালিত হয়। এ স্কুলটি বরাবরই প্রতিবছর উপজেলার শ্রেষ্ঠ স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে আসছে। ইতিমধ্যেই মজিদা খাতুন অর্পা নামে ছাত্রী প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এ অ্যাওয়ার্ড পাওয়ায় আমরা গর্বিত। এর আগে রওনক জাহান নামে এক ছাত্রীও প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছে। খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব দিকে আমাদের এই প্রতিষ্ঠান সুনাম অর্জন করে আসছে। আগামীতে রেজাল্টসহ এই স্কুলকে জেলার সেরা স্কুল হিসেবে গড়ে তুলতে চাই।
স্কুলের গভর্নিং কমিটির সভাপতি আব্দুল মজিদ মোল্লা বলেন, এই প্রতিষ্ঠানটি এক সময় থুবরে পড়ার মত ছিল। সেইখান থেকে আমি এই প্রতিষ্ঠানকে আজ অনেক দুরে এগিয়ে নিয়ে এসেছি। বর্তমান এই প্রতিষ্ঠানকে লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। সম্প্রীতি এই স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী মজিদা খাতুন অর্পা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে। আমি আশা করি প্রতিবছর এই প্রতিষ্ঠানের কোন ছাত্রী এরকম আরো অ্যাওয়ার্ড পাবে।
প্রতিষ্ঠানের শিক্ষক সরকার মোহাম্মদ জুলফিকার রউফ, সাইদুর রহমান, শামিনা আক্তার সহ আরো অনেক শিক্ষক বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে অর্পা প্রধানমন্ত্রীর কাছ থেকে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। এটি আমাদের কাছে একটি অনেক গর্বের বিষয়। আমাদের স্কুলে আরও অনেক মেধাবী শিক্ষার্থী আছে। এদের নিয়ে আমরা সামনে এগিয়ে গিয়ে আরও ভাল কিছু করতে চাই।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, বরাবরই জয়পুরহাট জেলা স্কাউট’স কার্যক্রমে ভাল। জয়পুরহাটে স্কাউটের কার্যক্রম আগের থেকে এখন অনেক বেগবান হয়েছে। এজন্য ইতিমধ্যেই বিভিন্ন উপজেলাতে মাননীয় সংসদ সদস্য, পুলিশ সুপার ও কর্মকর্তাদের নিয়ে স্কাউটস সমাবেশ, বেসিক কোর্স, ওরিয়েন্টশন কর্মশালা করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি