ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
নাটোরের সিংড়া উপজেলার ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজে এসএসসি ( ভোকে:) শিক্ষার্থীদের নবীন বরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টা অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, রামানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার সরকার, রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মকুল হোসেন, সহসভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মুন্টু মিয়া, সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহিদুল ইসলাম মানিক, ৭নং ওয়ার্ডের ইউ,পি সদস্য জহুরুল ইসলাম মনির প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম ফরিদ।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরিক্ষা উপকরণ উপহার দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সিংড়া