দেড় মাসে আড়াই লক্ষাধীক টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধারসহ ৪৭ জন মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত দেড় মাসে আড়াই লক্ষাধীক টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধারসহ ৪৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, সৈদয়পুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান এর দিক নির্দেশনায় ও পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক এর নের্তৃত্বে রেলওয়ে থানা এলাকা ও বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত দেড় মাসে (১১/১২/২০১৯ইং হতে ২৭/০১/২০২০ইং তারিখ পর্যন্ত) ২ লাখ ৬৬ হাজার ১শ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক দ্রব্য (যেমন ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা, নেশার ইনজেকশন) উদ্ধারসহ ৪৭ জন মাদকসেবী ও মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জনবল স্বল্পতা থাকা সত্ত্বেও পার্বতীপুর রেলওয়ে থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে তিনি জিরো টলারেন্সের কথা বলেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি