পোরশায় কৃষকের শতাধীক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নওগাঁর পোরশায় কৃষকের আম্রপালী বাগানের শতাধীক আমগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার জালুয়া গ্রামের মৃত কিফাতুল্লার ছেলে জালাল উদ্দিনের জালুয়া মৌজার চার বছর বয়সের ১০০টি ও সুতরইল মৌজার সদ্য লাগানো ৪৫০টি আম গাছ কেটে ফেলেছে দৃর্বৃত্তরা।
গাছের মালিক জালাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে গাছগুলি কেটে ফেলতে পারে বলে তিনি মনে করছেন। আর এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান এ ব্যাপারে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি