আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য রিমান্ডে
নাটোরে গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আরিফুল ইসলাম ও রবিউল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
নাটোর র্যাব ক্যাম্পের তদন্তকারী কর্মকর্তা এসআই মামুদুল্লাহ আসামিদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর নাটোর সদর উপজেলার কৈগাড়ি ও ফারিদপুর আমহাটীতে অভিযান চালিয়ে তাদের দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল র্যাব।

অনলাইন ডেস্ক