প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বললেন তাপস
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা নির্বাচনের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ এলাকা থেকে দিনের নির্বাচনী প্রচারণা শুরুর আগে এক পথসভায় দেয়া বক্তব্যে এই অনুরোধ জানান তিনি।
শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে কোনোভাবে নষ্ট না হয়। কোনো সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যাতে পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনসহ আইনপ্রয়োগকারী সংস্থাকে আমি অনুরোধ করব, কঠোর ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যবস্থা নিন। আমি ঢাকাবাসীর প্রতি আহ্বান করব, তারা যাতে সজাগ থাকেন।’এ সময় নির্বাচনের পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে রায় প্রয়োগের মাধ্যমে এর জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তাপস।
জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে উল্লেখ করে ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকাবাসী উন্মুখ হয়ে, আগ্রহ সহকারে অপেক্ষা করছেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে। আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ঢাকার এ-প্রান্ত থেকে ও-প্রান্ত পর্যন্ত আমরা যেখানেই গণসংযোগ করছি না কেন, সব জায়গায় ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি।’

অনলাইন ডেস্ক