পদ্মা সেতু প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা করোনা ভাইরাসমুক্ত
চীনের প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সবখানে আতঙ্ক বিরাজ করছে। চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতা অবলম্বন করে চলছে বাংলাদেশও। কারণ চীনের অনেক নাগরিক বাংলাদেশে কর্মরত। এর মধ্যে সর্ববৃহৎ মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজে চীনের দুটি কোম্পানি গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত।
যেখানে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ফোরম্যান ও বিভিন্ন কর্মকর্তা মিলে এক হাজারেরও অধিক চায়না নাগরিক কাজ করেন। পাশাপাশি প্রায় ছয় হাজার বাংলাদেশি রয়েছে এ কর্মযজ্ঞে। তবে এ প্রকল্পে কর্মরত চায়না নাগরিকরা করোনাভাইরাস সংক্রামক থেকে মুক্ত বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম জানান, ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কাজে কোনো সমস্যা হচ্ছে না। তবে যে কোনো ধরনের আশঙ্কা এড়াতে সদ্য চীন থেকে আসা প্রকৌশলী বা অন্যদের আপাতত কাজে যোগদান থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রকল্পটি গতিশীল রাখার জন্য যতটুকু সেফটি প্রয়োজন সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দ্বিতল এ সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মূল ব্রিজ আর নদীশাসনের কাজ করছে চায়নার দুটি কোম্পানি চায়না মেজর ব্রিজ ও সিনোহাইড্রো। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জুনের মধ্যে শেষ হতে পারে এ পদ্মা সেতু প্রকল্পের কাজ।

অনলাইন ডেস্ক