গবি অধ্যাপক ড. আমজাদ আর নেই
গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর ৪টায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গতকাল হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সকাল ১০টায় তার শেষ কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজা সম্পন্ন হয়েছে। তার গ্রামের বাড়ি নওগাঁ বায়োলিয়া গ্রামে তাঁকে দাফন করা হবে। ড. আমজাদ হোসেন ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন।
২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০১৭ সালের ১১ ডিসেম্বর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হন। এর আগে তিনি প্রাইম ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের প্রধান ছিলেন।

অনলাইন ডেস্ক