কাহালুর জামগ্রামে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০লক্ষ টাকার মাছ নিধন
বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের বান পুকুরে গত সোমবার রাতে শুক্রতামূলক কে বা কাহারা বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধন করেছে। পুকুরের মালিক বান্দাইখাড়া গ্রামের মৃতঃ ছহির উদ্দিনের পুত্র মৎস্য চাষী ইদ্রীছ আলী জানান, তার এই ১০ বিঘা জলাশয় বান পুকুরে পাপদা,টেংরা,গলশা,শিং,মাগুর, রুই,কাতলা, শিলভার সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। পুকুরে বিষ প্রয়োগে তার প্রায় ২০/ ২৫ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।

কাহালু (বগুড়া) প্রতিনিধি