জয়পুরহাটে আর্থিক সুবিধাবঞ্চিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
আজ মঙ্গলবার সরকার প্রদত্ত আর্থিক সুবিধাবঞ্চিত যুদ্ধাহত সি এবং ডি ক্যাটাগরির মুক্তিযোদ্ধারা জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছে। আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট প্রেসকাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সি এবং ডি ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের পক্ষে এসময় লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সম্মুখযুদ্ধ এবং গেরিলা যুদ্ধে অংশ গ্রহন করে আহত হই।
ডি ক্যাটাগরীর আহত মুক্তিযোদ্ধাদের গেজেট না হওয়ায় যুদ্ধাহত ভাতা পাইনি এবং প্রথম থেকেই দুইটি ঈদ বোনাস থেকে বঞ্চিত । সি এবং ডি ক্যাটাগরির জীবিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বৈশাখী এবং বিজয় উৎসব ভাতা থেকে বঞ্চিত। ডি ক্যাটাগরির যুদ্ধাহত সকল মুক্তিযোদ্ধাদের রেশন কার্ড নবায়ন ঢাকার পরিবর্তে স্ব স্ব জেলা থেকে দেওয়ার দাবি জানান তিনি।
এ সময় মুক্তিযোদ্ধা এস এম জাকির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আব্দুল আউয়ালসহ প্রায় ২৫ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট প্রতিনিধি