বিয়াম মডেল স্কুল ও কলেজের ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি
বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেছেন, শিক্ষার্থীরাই আগামীতে এ দেশের নেতৃত্বে আসবে। প্রতিযোগিতামূলক এ বিশ্বে টিকে থাকতে হলে নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অজর্নের মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি দূর করতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এ প্রতিষ্ঠানে বিগত দিনে যে ফলাফল অর্জিত হয়েছে মুজিববর্ষের চেতনায় আরও ঈর্ষণীয় করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, মুজিবর্ষ শুধু আনুষ্ঠানিকতার মাঝে সীমাবদ্ধ না রেখে নিজ নিজ ক্ষেত্রে আরো বেশি অর্জনের মাধ্যমে এ বছরকে সাফল্যমণ্ডিত করতে হবে।
মঙ্গলবার সকালে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়ার ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রতিষ্ঠান প্রাঙ্গনে মুজিববর্ষের চেতনায় উৎসর্গকৃত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক, মোহা: আব্দুর রফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মাসুম আলী বেগ, সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন, শফিকা আকতার, প্রভাষক জিয়াউর রহমান, সুবহানা কুলসুম, আতাউর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, মোত্তালিব মিয়া, সনজিদা খানম, আরিফুর রহমান, তৌহিদা বেহেতেরিন, সনজিদা খানম, জামিনুর রহমান, মোফাজ্জল হোসেন, নুরুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত রাখেন কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান।
শেষে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শফিকুল ইসলাম ও বিশ্বরূপ রায়।

প্রেস বিজ্ঞপ্তি