নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা এখন সরিষা আবাদে ঝুকেঁ পড়েছে। মাঠকে-মাঠ হলুদে সমাহার আশানুরুপ রবি শস্যা এ উপজেলায় চাষ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে উপজেলার শস্যা চাষীরা এবার আর্থিকভাবে লাভবান হবে বলে ধারণা করছেন স্থানীয় কৃষি বিভাগ।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, অন্য যে কোন আবাদের চেয়ে সরিষা চাষে তুলনামুলক খরচ কম এছাড়া এই আবাদে পরিশ্রম কম হয়। উপজেলার সরিষার আবাদ গতবারের চেয়ে এবার বেশী জমিতে সরিষা চাষ করেছে কৃষকরা। এবার চলতি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। গতবার সরিষা আবাদ হয়েছিল ৩হাজার হেক্টর জমিতে। তুলনামুলক ভাবে এবার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ বেড়েছে। আলু চাষ হয়েছে ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে। মরিচ চাষ হয়েছে ৪০০ হেক্টর জমিতে, রসুন চাষ হয়েছে ১৫ হেক্টর জমিতে, গম চাষ হয়েছে ২০ হেক্টর জমিতে।
পৌর এলাকার সফল কৃষক ও মেয়র সুশান্ত কুমার শান্ত বলেন, এবার আমি ৭০ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ধান চাষের চেয়ে সরিষা চাষ করা ভাল অল্প পরিশ্রমে বেশী লাভ পাওয়া যায়। তাছাড়া সরিষা ঘরে তুলার পর ওই জমিতে ইরি-বোরো ধান চাষ করা হবে। সরিষার জমিতে ধানের ফলন বেশী হয়।
উপজেলার বাদলাশন গ্রামের সরিষা চাষী আবুল হোসেন ও দুলাল বলেন, নিদিষ্ট সময়ের মধ্যে সরিষার বীজ রোপন করলে বেশী সরিষা ফলানো সম্ভব এবং সঠিক দামটা পাওয়া যায় বাজারে। আমরা ১১০বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আবহাওয়া যদি অনূকুলে থাকে তাহলে আমরা এবার সরিষা বেশী ফলনের উপজেলার শীর্ষে স্থানে থাকবো।
এ প্রসঙ্গে কৃষি অফিসার মোহাম্মাদ মশিদুল হক জানান, সরিষা চাষীদের যথা সময়ে পরামর্শ দেওয়া হয়েছে। কোন প্রকার সরিষার জমিতে রোগ বালাই আক্রোমন করতে না পারে সে দিকে কৃষি বিভাগের নজর রয়েছে। প্রাকৃতিক দৃর্যোগ না হলে এবার সরিষার বাম্পার ফলন হবে এই উপজেলায়।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি