এক হাজার ২২২ কর্মকর্তা-কর্মচারীর চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মভাতায় চাকরি করা এক হাজার ২২২ জন কর্মকর্তা-কর্মচারীর চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে পঞ্চগড় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে ওই মানববন্ধনের আয়োজন করে কর্মভাতায় চাকুরি করা কর্মকর্তা- কর্মচারীরা।
এসময় বক্তব্য দেন মৎস্য ট্রেডের প্রশিক্ষক সোহরাব হোসেন, ইলেক্ট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষক আবু সায়েম বসুনিয়া, ইলেক্ট্রনিক্স ট্রেডের সহকারী প্রশিক্ষক আমিনুল ইসলাম ও রেফ্রিজারেশন এন্ড এয়্যার কন্ডিশনিং ট্রেডের সহকারী প্রশিক্ষক সেলিম রেজা। তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্বাস আলী।
বক্তারা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধিনে পাঁচটি প্রকল্পের বেসিক কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং, ইলেক্ট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, গবাদি পশুপালন, হাঁস মুরগী, মৎস্য চাষ, কৃষি এবং প্রাথমিক চিকিৎসাসহ ৭টি ট্রেডে সারা দেশে এক হাজার ২২২ জন কর্মকর্তা কর্মচারী প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর শুধুমাত্র সামান্য কর্মভাতায় কাজ করে আসছেন।
২০১৯-২০২০ অর্থ বছরে এসে তাও অনিয়মিত হয়ে গেছে। বেকার যুবকদের কারিগরী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুললেও তাদের জীবন কাটছে এখন টানাপোড়েন ও অর্থকষ্টে। তাই তারা মুজিব বর্ষে তাদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি