পোরশায় সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধ করনীয় শীর্ষক আলোচনা
নওগাঁর পোরশায় সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ বাহিনী, বিজিবি এবং সীমান্ত এলাকার জনসাধারনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার নিতপুর কালাইবাড়ী বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, ১৬বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী, হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোখলেছুর রহমান, কলমুডাংগা ক্যাম্প কমান্ডার রেজাউল ইসলাম, নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম শাহ প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি