চলছে বিরামপুর প্রেসক্লাবে ভোট গ্রহণ
শুরু হয়েছে ২য় বারের মতো উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রধান নির্বাচন কমিশনার ও বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর প্রেসক্লাবের ভোটার সংখ্যা ৩৫ জন। এর মধ্যে ১৭ জন নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। এই নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ ছাড়াও সিনিয়র সভাপতি, সাংগঠিন সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদকসহ কার্যনির্বাহী ৭ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, বিরামপুর প্রেসক্লাব ১৯৮৪ সালে স্থাপিত হলেও ২০০৯ সালে ১ম নির্বাচনের মাধ্যমে কমিটির কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৯ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়।

হিলি (দিনাজপুর) সংবাদদাতা