শেরপুরে জুয়ার আসর থেকে ১২ জুয়ারী গ্রেফতার
বগুড়ার শেরপুরে ১২ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন- উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল রানা(৩২), রহমতপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে মহর আলী(৩৪),শহিদুল ইসলামের ছেলে ছানোয়ার হোসেন(৩২), ধরমোকাম গ্রামের আজিজুল ব্যাপারীর ছেলে মোখলেছুর রহমান(৪৫), মহের আলীর ছেলে তফিজ উদ্দিন(৪৫), আজগর আলীর ছেলে রফিকুল ইসলাম(৪৪), আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম(৪০), হামছায়াপুর গ্রামের জগদুল মন্ডলের ছেলে বেলাল মন্ডল(৫২), গাড়ীদহ ইউনিয়নের ভান্ডার কাফুরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম(৫০), রনবীরবালা গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে তুহিন(৪২), জামাল উদ্দিনের ছেলে আলহাজ¦ হোসেন(৪৮) ও খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মাজেম ফকিরের ছেলে ইসমাইল হোসেন(৪০)।
শেরপুর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতরা সকলেই পেশাদার জুয়ারু ও মাদক ব্যবসায়ী। সাধুবাড়ী গ্রামের জুয়েল রানার বাড়িতে জুয়ার আসর বসেছে এমন সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয় সকলে দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধেে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি