বগুড়া জেলা জামায়াতের আমীরসহ ৯জন জামায়াত বিএনপির নেতাকর্মী গ্রেফতার
দুপচাঁচিয়া উপজেলার বেলাইল গ্রাম থেকে গোপন বৈঠক করার সময় বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নসর মোঃ আলমগীর হোসাইন(৬৯) সহ ৯ জামায়াত নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জিহাদী বইসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান(৬৯), গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর আশরাফ আলী(৫৩), জামায়াত কর্মী ও গোবিন্দপুর ইউপি সদস্য আফজাল হোসেন(৬২), আবু কালাম(৪৪)। জামায়াত কর্মী আব্দুল বাছেদ(৫০), সাইফুল ইসলাম ফকির(৬৫), আব্দুস সাত্তার মন্ডল(৭০) এবং বিএনপি নেতা রুস্তম আলী(৫০)। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন জিহাদী বই সহ গ্রেফতারকৃতরা বেলাইল গ্রামে গোপনে বৈঠক করছিল।
এ সংবাদ পেয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জামায়াতের ৮ ও বিএনপির ১ জন নেতাকর্মীকে জিহাদী বই সহ গ্রেফতার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, জামায়াত নেতাদের গোপন বৈঠকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নসর মোঃ আলমগীর হোসাইনসহ জামায়াত ও বিএনপির ৯ নেতাকর্মীকে জিহাদী বইসহ গ্রেফতার করা হয়েছে। এসংক্রান্তে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ষ্টাফ রিপোর্টার