বগুড়া আলুক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জের এক আলুক্ষেত থেকে সাদিয়া নামের সাত বছরের শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার দেওলীর তালিবপুর পর্বপাড়ার স্থানীয় লোকজন এক আলুক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সাদিয়া একই এলাকার শাহিনুর রহমানের মেয়ে।
মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র জানান, বুধবার সন্ধ্যা থেকে সাদিয়া নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন শিশুটির আর খোঁজ পায়নি। বৃহস্পতিবার স্থানীয় লোকজন আলুক্ষেতে এক লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মোকামতলা ফাঁড়িতে নিয়ে আসে।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

অনলাইন ডেস্ক