নাটোর সদর হাসপাতালে করোনা ভাইরাস আইসোলেশন ইউনিট উদ্বোধন
নাটোর সদর হাসপাতালে করোন ভাইরাস ইউনিট উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের দো’তলায় পাঁচ শয্যার এই আইসোলেশন ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান। এ সময় সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা এই ইউনিটে ভর্তি হয়ে স্বাস্থ্য সেবা পাবেন।
চিকিৎসক, নার্স ছাড়াও অক্সিজেন, নেবুলইজারসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আনছারুল হক বলেন, এই ইউনিটে ভর্তি হওয়া রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনে রোগীর রক্তের নমুনা ঢাকার রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে সব রকমের প্রস্তুতি গ্রহন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নাটোর প্রতিনিধি