এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার
রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় রংপুর মহানগরের তাজহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার রংপুরে র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাবের বিশেষ আভিযানিক দলের অভিযানে গ্রেপ্তার নাঈম ইসলাম নাহিদ (১৮) রংপুর নগরীর বিনোদপুর উত্তরপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। র্যাব জানায়, নাহিদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে আসন্ন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিলেন। ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্যদের এডমিন হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন।
তিনি মানুষকে বিশেষ করে ছাত্র/ছাত্রীদের কাছে প্রশ্নপত্র ফাঁস এবং রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে প্রলুব্ধ করতেন। র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ তার কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন।

অনলাইন ডেস্ক