চ্যারিটেবল ট্রাস্ট মামলা : রিভিউ আবেদন করবেন খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন হয়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এরপর এ আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ হয় সুপ্রিম কোর্টেও। তবে আপিল বিভাগে খারিজ হওয়া রায়ের রিভিউ আবেদন করবেন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার রিভিউ আবেদন করার সিদ্ধান্তের তথ্য সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া রাজি থাকলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চে এ আদেশ দেন।
এদিকে, গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ (সামারিলি রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট। এরপর ৩ সেপ্টেম্বর হাইকোর্টে আবারও জামিন আবেদন করা হয়। তবে ১১ সেপ্টেম্বর তার জামিন আবেদন সরাসরি খারিজ দিলে সেটি ফিরিয়ে নেন আইনজীবীরা।

অনলাইন ডেস্ক