কাহালু টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজে দূর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার বগুড়ার কাহালু টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজে দূর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা/২০২০ইং উপলক্ষে রচনা প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও কাহালু টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশিদ আকন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের সভাপতি ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কাহালু সরকারি কলেজের প্রভাষক মো. মাকছুদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজের প্রভাষক মো. হাফিজার রহমান (বাবু), প্রভাষক মো. মনোয়ার হোসেন (খোকন), অত্র কলেজের অভিভাবক সদস্য মো. সামছুল আলম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি