কাহালুর পিলকুঞ্জ শাহ সুলতান ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এর বিদায়ী সংবর্ধনা প্রদান
আজ বৃহস্পতিবার বগুড়ার কাহালুর পিলকুঞ্জ শাহ সুলতান দ্বি-মূখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ ইউনুস আলী ফকিরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই ইউ পির সাবেক চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার গভনিং বডির বর্তমান সহ-সভাপতি মো. জাহেদুর রহমান। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও অত্র মাদ্রাসার ডিজি’র প্রতিনিধি আলহাজ্ব প্রফেসর শাইখ মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিলকুঞ্জ শাহ সুলতান দ্বি-মূখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী, সহকারি অধ্যাপক আনছার আলী, প্রভাষক হায়দার আলী, ছাইদুর রহমান, আব্দুল বারী, অত্র মাদ্রাসার গভনিং বডির সদস্য জিল্লুর রহমান, আলহাজ্ব সুলতান আলী, সহকারি শিক্ষক আব্দুল গফুর, পিলকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জোবাইদুল ইসলাম (সবুজ) সহ অত্র মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি