নৌকার প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান ইসলামী জোটের
ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নগরবাসীকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট।
আজ বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান এ আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন স্বপ্নের ঢাকা গড়তে ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী সবচেয়ে যোগ্য প্রার্থী। একমাত্র তাদের পক্ষেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত ঢাকা উপহার দেয়া সম্ভব। এ কারণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সম্মিলিত ইসলামী ঐক্যজোট নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে সমর্থন জানিয়েছে।
ক্লিন ইমেজের যোগ্য মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপসকে বিজয়ী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান হাফেজ জিয়াউল হাসান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মুফতি জোবায়েদ আলী, সহসভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুস সোবহান মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাফেজ মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন ফোরকান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সদস্য মুফতি শরীফ হোসাইন প্রমুখ।

অনলাইন ডেস্ক