জয়পুরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামে নিখোজের একদিন পর এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ইরাম (০৪) সদর উপজেলার চকশ্যাম গ্রামের এনামুল হকের ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চকশ্যাম গ্রামের এনামুলের শিশু ছেলে ইরাম বাহিরে গ্রামের রাস্তায় খেলা করছিল। এরপর থেকেই সে নিখোজ ছিল। পরে ওই সময় থেকে রাতভর খোজাখুজি করেও শিশুটির কোন খোজ পাওয়া যায়নি । শুক্রবার সকালে স্থানীয়রা ওই গ্রামের একটি বাঁশ ঝাড়ে শিশুটির বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। শিশুটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি