যশোরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
যশোরের মনিরামপুর সড়কের কানাইতলায় ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন বিশ্বাস (৫৫) নামে একজন পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টায় যশোর মনিরামপুর সড়কের কানাইতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আলাউদ্দিন একটি সার কারখানায় চাকরি করতেন। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
নিহতের ভাই মুস্তাফিজুর রহমান জানান, আলাউদ্দিন অভয়নগরে একটি সার কম্পনিতে চাকুরি করেন। আজ সকাল ৮টার দিকে তিনি কানাইতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমিয় দাশ বলেন, হাসপাতালে আনার আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।

অনলাইন ডেস্ক