টাঙ্গাইলে অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
টাঙ্গাইলের গোপালপুরে অটোরিকশার ধাক্কায় মরিয়ম বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালপুর থানাসংলগ্ন পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম বেগম গোপালপুর পৌরসভার তামাকপট্টি এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
নিহতের ভাতিজা নূর আলম জানান, আজ দুপুরের দিকে তার চাচি রাস্তা পাড় হচ্ছিলেন। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই অটোচালককে আটক করা হয়েছে।

অনলাইন ডেস্ক