পার্বতীপুরে চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের পার্বতীপুরে চোরাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে পার্বতীপুরে শহরের রেলওয়ে সাহেবপাড়া থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ শহরের সাহেবপাড়া এলাকা থেকে ১২ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শফী (৫৭) কে হাতে নাতে গ্রেফতার করেছে। সে পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া মহল্লা’র মৃত শুকুর মিয়ার পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি