জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিলসহ গ্রেফতার ২
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেইট এলাকা থেকে একটি পাথর বোঝাই মালবাহী ট্রাক থেকে ৫১৬ বোতল ফেন্সিডিলসহ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকার গোলাম মর্তুজার ছেলে চালক লেবু হোসেন (২৬) ও নওগাঁর বদরগাছি উপজেলার জগদীশপুর এলাকার মুকুল হোসেনের ছেলে হেলপার শাকিল রানা (২৫)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার পুরানাপৈল রেলগেইট এলাকায় একটি পাথর বোঝাই দ্রুতগামী মালবাহী ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২০-৩৪৬৩) ধাওয়া করে গতিরোধ করে। এসময় ট্রাকটিতে অভিযান পরিচালনা করলে ড্রাইভারের বসার সিটের পেঁছনে সুকৌশলে রক্ষিত ৫১৬ বোতল ফেন্সিডিল সহ তাদের গ্রেফতার করা হয়।
পরে উদ্ধারকৃত ফেন্সিডিল ও পাথর বোঝাই মালবাহী ট্রাকটি জয়পুরহাট জেলার সদর থানায় জমা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি