মাছরাঙ্গা টিভি’র পঞ্চগড় প্রতিনিধি খোরশেদ আলম মারা গেছেন
মাছরাঙ্গা টিভি’র পঞ্চগড় প্রতিনিধি খোরশেদ আলম মারা গেছেন। সোমবার হৃদ রোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ২টার দিকে তিনি শেষ নিশ্বাষ ত্যাগ করেন। ইন্না লিল্লাহি.......রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খোরশেদ আলমের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। তার মৃত্যুতে পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু এক শোকবার্তায় তার মৃতুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি