রাজশাহীতে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় দুই স্কুলছাত্র নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাপায় সাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। তারা তিনজনই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সাধুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছে- উপজেলার আতাহার-রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আবদুল আলিম সোহাগ (১২) ও আলমগীর হোসেনের ছেলে সুমন (১১)। এতে আহত হয়েছে জাহিদ হাসান (১১) নামে আরেক ছাত্র।
আহত ছাত্রকে হাসপাতালে নেয়া হয়েছে। বেপরোয়া গতির মাইক্রোবাসটি সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক