বসন্তবরণে বগুড়া লেখক চক্রের বসন্তের কবিতা
বসন্তের কবিতা পাঠের মাধ্যমে বসন্তবরণ করলো বগুড়া লেখক চক্র।
শুক্রবার বিকাল ৫টায় বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বসন্তের কবিতা’ পাঠের উদ্বোধন করেন কবি প্রাবন্ধিক ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা বজলুল করিম বাহার।
বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন জনকন্ঠ বগুড়ার স্টাফ রিপোর্টার সমুদ্র হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও বগুড়া ইয়ূথ কয়্যারে সভাপতি আতিকুর রহমান মিঠু। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন কবি প্রাবন্ধিক ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। কবি-প্রাবন্ধিক, প্রফেসর খৈয়াম কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী পর্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি পেস্ট মাস্টার জেনারেল আনোয়ার মল্লিক। বিভিন্ন পর্বে উপস্থাপনা করেন শাহানুর শাহিন, সারমিন সীমা ও সজীব মাহমুদ। উদ্বোধনী পর্বে তৌফিক জহুরের কাব্যগ্রন্থ ‘কে তোমাকে ডেকে নিয়ে যায় বারে বারে’।
বসন্তের কবিতা পাঠে ৪৩ জন কবি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কবিরা হলেন-কবি বজলুল করিম বাহার, মুহম্মদ শহীদুল্লাহ, খন্দকার বজলুর রহিম, নজমল হক খান, মতিয়ার রহমান, আবদুল্লাহ ইকবাল, খৈয়াম কাদের, পলাশ খন্দকার, দেলোয়ারা মিনা, ইসলাম রফিক, মাসুদ তালুকদার, হাবীবুল্লাহ জুয়েল, তৌফিক জহুর, জি এম সজল, সিরাজুল ইসলাম, আমির খসরু সেলিম, আব্দুর রাজ্জাক বকুল, সারমিন সীমা, রুবি রুমানা, আফসানা জাকিয়া, হান্নান সৈকত, আনিছ রহমান, শাহানূর শাহিন, হিরণ্য হারুন, আল আমিন মোহাম্মদ, রাব্বী হাসান, আবু রায়হান, শাহিনুর রহমান, নয়ন আহমেদ, নাহিদা আকতার, সজীব মাহমুদ, নাজমুল আলম চৌধুরী। প্রত্যেক কবিকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তি