দেশে মোবাইল ফোনে প্রতিদিন ১২৬১কোটি টাকা লেনদেন হচ্ছে: মোস্তাফা জব্বার
দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা দিনদিন বাড়ছে। এ প্রযুক্তি দিয়ে প্রতিদিন লেনদেন হয় ১হাজার ২’শ ৬১ কোটি টাকা। সাধারন মানুষ থেকে শুরু করে শ্রমজীবি এবং রিকশাচালক পর্যন্ত মোবাইল ফোনে কথা বলছে তার নিজের প্রয়োজনে। আগামী দিনে এই খাতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
আজ শনিবার করোতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি স্কুল এবং কলেজে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদেরকে আরও বেশি করে প্রযুক্তিমুখী করতে হবে। পরে স্কুলে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
করোতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমান।

ষ্টাফ রিপোর্টার