ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাভারের আশুলিয়ার এক ঝুট গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে আশুলিয়ার আহাদনগরে হাজী আব্দুল মালেকের মালিকানাধীন ওই ঝুট গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, ঝুট গোডাউনে আগুন লাগার খবর শুনে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে এক ঘণ্টা চেষ্টার পর বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে গোডাউনে থাকা সমস্ত ঝুট পুড়ে যায়।
ডিইডিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ১৫০ বর্গফুটের টিনশেডের ঝুট গোডাউনে আগুন দ্রুত ছড়িয়ে পরায় তা নেভাতে তাদের বেগ পেতে হয়। তবে আগুন আশপাশের দোকান ও স্থাপনাতে ছড়ানোর পূর্বেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এঘটনায় প্রাথমিকভাবে আগুনের কারণ ও সূত্রপাত জানাতে পারেননি তিনি।

অনলাইন ডেস্ক