নন্দীগ্রামে যুব উন্নয়নে ভ্রাম্যমান প্রশিক্ষন অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রামে যুব উন্নয়নে বেকার যুবকদের ভ্রাম্যমান প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার উপজেলার রিধইল গ্রামের মাছুদুর রহমানের বাড়ির উঠানে নন্দীগ্রাম উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বেকার যুবকদের আত্নকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্য মাস চাষ, গবাদি পশু পালন, হাস মুরগি পালন, এর উপর ৭ দিন ব্যাপি এক ভ্রাম্যমান প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচারক (ডিডি) বিরাজ চন্দ্র সরকার, বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব মো: আব্দুর রউফ, উপজেলা প্রেসকাবের সভাপতি মো: ফজলুর রহমান,ও মো: ইব্রাহিম খলিল ক্রেডিট সুপার ভাইজার।
প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষক মো: আব্দুল মান্নান, উপপরিচালক তার বক্তব্যে বলেন গ্রামের শিক্ষিত বেকার যুবকরা আর বসে থাকার সময় নেই তারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহন করে সরকার থেকে লোন গ্রহন করে গবাদি পশু হাস মুরগি গাভি পালন সহ বিভিন্ন প্রকল্প গ্রহন করে তাদের আত্নকর্মসংস্থান গড়ে তুললে পারে।

অনলাইন ডেস্ক