পোরশা টু বগুড়া বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর থেকে বগুড়া পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা ও থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান।
প্রতিদিন বগুড়ার উদ্দেশ্যে উপজেলার নিতপুর থেকে গাড়ি ছাড়বে ভোর ৬টা ২০মিনিটে এবং বগুড়া থেকে নিতপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে ২টা ৩০মিনিটে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি