সাপাহারে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতাভোগী বাছাই কার্যক্রম এর শুভ উদ্ধোধন
নওগাঁর সাপাহারে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতাভোগী বাছাই কার্যক্রম এর শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় সাপাহার সদর ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উন্মুক্ত পদ্ধতিতে ২০১৯/২০২০ অর্থ বছরের বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম এর শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।
বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। এসময় সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো: আবুল মনসুর, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)সন্তোষ কুমার কুন্ডু,ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় সেখানে বিভিন্ন এলাকার বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি