হিলিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
হিলিতে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক সংগঠন গুলো।
আজ ১২টা ১টি মিনিটে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম ও পরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠন, হাকিমপুর থানা পুলিশ এবং হাকিমপুর প্রেসক্লাবের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করেন। এসময় অমর একুশের কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেবুয়ারি গান বাজানো হয়।
এর পরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করে।

হিলি,দিনাজপুর