একুশ মানেই উন্নয়ন ও অগ্রগতির শপথ: মজিবর রহমান মজনু
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, একুশ মানে মাথানত না করার শপথ। একুশ মানেই বাংলার স্বাধীনতা। একুশ মানেই উন্নয়ন ও অগ্রগতির শপথ। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতিকে বিশ্বে সমৃদ্ধ করেছে। একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যা পৃথিবীর প্রত্যেকটি দেশ পালন করে থাকে।
এর ফলে সবাই বাংলা এবং বাংলাদেশকে চিনতে বাধ্য হয়। একুশ মানেই মাতৃপ্রেমে উদ্বুদ্ধ বাঙালি জাতি। যারা বাংলাকে তুলে ধরতে চায় সর্বত্র। দেশপ্রেমের দীক্ষায় দীক্ষিত হওয়ার শপথ একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারিই বাংলাদেশের স্বাধীনতার পথকে প্রশস্ত করেছিলো।
আজ শুক্রবার সকাল ৮টায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, আবুল কালাম আজাদ, এড. রেজাউল করিম মন্টু, এড. আমানুল্লাহ, শাহ্ আব্দুল খালেক, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, তবিবর রহমান তবি, এড. সাইফুল ইসলাম, এড. জাকির হোসেন নবাব, শেরীন আনোয়ার জর্জিস, এড. শফিকুল আলম আক্কাস, কামরুন্নাহার পুতুল, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, এস এম রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান, এবিএম জহরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আল রাজী জুয়েল, তপন চক্রবর্তী, আছালত জামান, ডা. বজলুর রহমান, আবুল কাশেম ফকির, এড. মন্তেজার রহমান মন্টু, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, ওবায়দুল হাসান ববি, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, আলমগীর বাদশা, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহিন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, জুলফিকার রহমান শান্ত, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেদুজ্জামান রাজন প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল পৌণে ৮টায় শোভাযাত্রা সহকারে শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল সোয়া ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও সকাল ৯টায় ভাষাসৈনিক গাজিউল হকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি