বগুড়ার ধর্ষণের শিকার কিশোরী, ধর্ষক গ্রেফতার
মিসড কলের সূত্র ধরে প্রেমের টানে বগুড়ায় এসে ধর্ষণের শিকার হয়েছে গাজীপুরের এক কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে সদর উপজেলার বাঘোপাড়া সুলতানপাড়া গ্রামের মাফিউল ইসলাম স্বপন (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আসামী।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী উক্ত ঘটনা প্রসঙ্গে জানান, গাজীপুর জেলার জয়দেবপুর থানার অষ্টম শ্রেণীর এক কিশোরীর সাথে মোবাইলে মিসডকলের সূত্রে প্রেম হয় আসামী শুভ ওরফে স্বপনের। কয়েকমাসের প্রেমের জেড়ে গত ১৫ ফেব্রুয়ারি স্কুলের নাম করে গাজীপুর থেকে বগুড়ায় আসে সেই কিশোরী। দুজনের দেখা হওয়ার পর ঘোরাঘুরির এক পর্যায়ে কৌশলে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে স্বপন। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে যায় তবে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশ কেস আন্দাজ করে তাদের সরকারি হাসপাতালে যেতে বলে এতে আসামী ভীতসন্ত্রস্থ হয়ে তাকে আর হাসপাতালে না নিয়ে গিয়ে মাটিডালি মোড়ে একা ফেলে দিয়ে চলে যায়।
গভীর রাতে সদর থানার টহল পুলিশ মেয়েটিকে উদ্ধারকরে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য শজিমেকে ভর্তি করা হয়। এবং মেয়েটির কাছে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে মূল রহস্য উদঘাটন এবং ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ তথ্যে জানা যায়, ২ জন স্ত্রী থাকার পরেও নাম পরিচয় গোপন করে দীর্ঘদিন যাবত ধর্ষক মাফিউল ইসলাম স্বপন এভাবেই নানা মেয়ের সাথে মুঠোফোনে সম্পর্ক স্থাপন করছিল।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান এবং ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলামের সাথে কথা বললে জানা যায়, উক্ত ঘটনায় সদর থানায় মামলা ঋজু হয়েছে। ২০ ফেব্রুয়ারী রাতে আসামী অভিযুক্ত আসামী স্বপনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ টিম। সে ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে সেই সাথে ভিকটিম হিসেবে সেই মেয়েও ২২ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেছে।
চিকিৎসা পরবর্তীতে ভিকটিম সেই কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ষ্টাফ রিপোর্টার