সাবেক ঢামেক শিক্ষার্থীর পাশে দিনাজপুরের এসপি
ঢাকা মেডিক্যালের সাবেক মেধাবী শিক্ষার্থী মানসিক প্রতিবন্ধী রাজ কুমার শীলের পাশে দাঁড়ালেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।
শনিবার বিকেলে বিরামপুর পৌর শহরের ঘাটপাড় এলাকায় রাজকুমার শীলের বাসায় যান তিনি।
এ সময় অসুস্থ রাজকুমার শীলকে ফুল দিয়ে বরণ করেন তিনি। পরে রাজকুমার শীলের চিকিৎসার জন্য নিজ তহবিল থেকে নগদ ২০হাজার টাকা এবং প্রতিমাসে ৫০০০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া রাজ কুমার শীলের বাড়িটি সংস্কারসহ বাড়ির পাশে একটি দোকানঘর করে দেওয়ার আশ্বাস দেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি