বিরামপুর থানায় নারী শিশু সার্ভিস ডেস্ক উদ্বোধন
বিরামপুর থানায় পুলিশের সেবা সহজতর করার লক্ষ্যে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র হেল্প সার্ভিন ডেস্ক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে এ সেবার উদ্বোধন করেন, দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম বার।
এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম বার, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ওসি (তদন্ত) মতিয়ার রহমান। এসময় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহীন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি আকরাম হোসেন সাংবাদিক রায়হান কবীর চপল, নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি